রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজ
স্থাপিত: ২০১৪ [ পূর্বতন: ঝাড়গ্রাম রাজ কলেজ ( গার্লস উইং ) ] পশ্চিমবঙ্গ সরকার | বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডাকঘর + থানাঃ ঝাড়গ্রাম, জেলা: ঝাড়গ্রাম, পিন: ৭২১৫০৭Rani Indira Debi Government Girls’ College
ESTD: 2014 [ Erstwhile Jhargram Raj College (Girls’ Wing) ] Government of West Bengal | Affiliated to Vidyasagar University P.O. + P.S.: Jhargram, District: Jhargram, PIN: 721507.DEPARTMENT OF POLITICAL SCIENCE
Title | |
---|---|
Rotuine | Download PDF |
Syllabus Distribution | Download PDF |
PO,CO | Download PDF |
The quote above has been the classical introduction to political science for centuries. Politics as an activity is a part of our daily existence. We may have a tendency to deny that we do not indulge in politics but nothing actually is apolitical. Political Science as an academic discipline has evolved over centuries. In common perception, political science is equated with the affairs of the state and government. This is because of the origin of the word politics /political from the Greek word Polis meaning city state. This narrow definition evolved over time from being the art of government and public affairs to that of use of power.
“মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব”। অ্যারিস্টোটলের Politics গ্রন্থের এই উক্তি রাষ্ট্রবিজ্ঞান চর্চার গৌরচন্দ্রিকা হিসেবে বহু শতক ধরে চলে আসছে। কার্যকলাপে হিসেবে রাজনীতি আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। আমরা অনেকেই মনে করতে পারি যে আমরা ‘রাজনীতি করি না’ কিন্তু কোন কিছুই অরাজনৈতিক নয়। বৌদ্ধিক বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বহু শতক ধরে বিবর্তিত হয়েছে। সাধারণ জ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র এবং সরকার এই দুই বিষয়ের সাথে যুক্ত করা হয়। এটার কারণ ব্যুৎপত্তিগত ভাবে দেখলেই বোঝা যাবে। রাজনীতি বা রাজনৈতিক গ্রিক শব্দ polis থেকে আসে যার আক্ষরিক অর্থ নগররাষ্ট্র অর্থাৎ নগররাষ্ট্র বিষয়ক আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু।এই সংকীর্ণ ধারণা সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছাত্রী হিসেবে তোমরা এই বিষয়ের বহু শতক ধরে যে বিবর্তন সেটা নিয়ে পড়াশোনা করবে। কিভাবে সরকারি প্রতিষ্ঠান পড়াশোনা থেকে এই বিষয় ব্যক্তি মাত্রেই রাজনৈতিক হওয়ার বা ব্যক্তিগত বিষয়ে রাজনৈতিক হওয়ার সফর অতিক্রম করেছে, সেটা সম্বন্ধে জানতে পারবে ।রাষ্ট্রবিজ্ঞান এর অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে বিভাগ যেমন রাজনৈতিক সমাজতত্ত্ব, রাজনৈতিক-অর্থনীত্ জনপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্্ তুনামুলক রাজনীতি এবং অন্যান্য বিষয় নিয়েও জানতে পারবে। রাষ্ট্রবিজ্ঞান পড়ে তোমাদের মূল্যায়ন করার ক্ষমতা এবং আশেপাশে বিভিন্ন ঘটনাকে ঠিকঠাক ভাবে বোঝার ক্ষমতা স তৈরি হবে। আশেপাশের লোকজনের মধ্যে রাজনৈতিক শিক্ষা এবং সচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও তোমরা এগিয়ে আসতে পারবে জীবিকা হিসেবে সিভিল সার্ভিস, গণমাধ্যম্ ,গবেষণা , শিক্ষা , আইন বিভিন্ন এনজিও এবং অন্যান্য অনেক কিছুই বেছে নিতে পারবে। এমনকি একজন শিক্ষিত সচেতন রাজনৈতিক নেতা/ রাজনীতিক হওয়ার রাস্তাটাও তোমাদের জন্য খোলা থাকছে। যদি নিজের দেশ এবং বিশ্ব কিভাবে কাজ করে এবং ক্ষমতার কি কি ধরনের খেলা তোমাদের চারপাশে খেলা হয় সেটা জানার ইচ্ছা থাকে রাষ্ট্রবিজ্ঞান তোমাদের জন্য একদম সঠিক একটি বিষয়।
Faculty Member Speaks:
“Rani Indira Debi Government Girls’ College will remain special to me as my first service posting. I came to this newly formed college just after I had completed by Master of Arts degree course. The memory of my first journey to Jhargram via Ispat Express in 2014 with loads of anxiety and dreams is still fresh. With time I fell in love with this place. Many of the students who take admissions to various courses in this college are first generation learners and we as teachers have immense scope for cultivation of their minds. As teachers, our task is not just to impart formal education but also to expand horizons of thinking and bringing about social change. From 2014 to 2021, situation has changed a lot here. Mindsets are changing. Awareness is expanding. Consciousness is developing regarding rights and position in society. This experience moulded me as an individual as well. I had to re-learn my subject in Bengali language and also modify instruction methods to reach the students in a simplified manner. I hope to keep up my efforts as long as I remain posted here.”
রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস' কলেজ আমার প্রথম চাকরিস্থলে হিসেবে স্মৃতির মণিকোঠায় একটি বিশেষ জায়গায় থেকে যাবে। এই কলেজটি জন্ম ২০১৪ তে এবং আমিও এই বছরই এই কলেজ এর সাথে যুক্ত হই। বলা যেতে পারে কলেজের জন্ম লগ্ন থেকেই আমি এখানে রয়েছি। বাড়ি আমার ঝাড়গ্রামে নয়। পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে নিজের বাড়ির জায়গায় পোস্টিং দেওয়া হয় না সাধারণত । ঝাড়গ্রামে আমি আগে কখনো আসিনি। ২৭ শে জুলাই ২০১৪, ইস্পাত এক্সপ্রেসে একরাশ স্বপ্ন এবং ভয় নিয়েই সদ্য মাস্টার্স ডিগ্রি পেয়ে ঝাড়গ্রামে আসা। সময়ের সাথে সাথে জায়গাটাকে আমি ভালোবেসে ফেলেছি বলা যায় । এই কলেজে যারা পড়তে আসে তারা অনেকেই প্রতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় প্রথম প্রজন্ম বলা যেতে পারে এবং তাই শিক্ষক -শিক্ষিকাদের কাছে তাদের মনকে গড়ে তোলার একটা অনেক বড় সুযোগ থাকে। আমাদের কাজ শুধুমাত্র সিলেবাস ভিত্তিক পড়াশুনা নয়। ছাত্রীদের চিন্তা শক্তি বাড়ানো, সচেতনতা বাড়ানো এবং সামাজিক পরিবর্তন আনায় কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য। ২০১৪ থেকে ২০২১ পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। মনোভাব পাল্টাচ্ছে, সচেতনতা বাড়ছ্ নিজেদের অধিকার জানা এবং সমাজে নিজের অবস্থান বোঝার ক্ষমতা আসছে। শুধুমাত্র ছাত্রীরা পাল্টাচ্ছে তা নয়। এই অভিজ্ঞতা মানুষ হিসেবে আমাকেও অনেকটা পাল্টেছে। মফস্বলে বেড়ে ওঠা কিন্তু শহর কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা এবং বিষয়টা সেখানে ইংরেজি ভাষাতেই পড়েছি কিন্তু এখানে এসে ছাত্রীদের সাথে আমিও বিষয়টা কে বাংলাতে নতুনভাবে শিখেছি এবং পড়ানোর সঠিক পদ্ধতি কি এবং কিভাবে পড়ালে তাদের বুঝতে সুবিধা হবে সেটাও শিখেছি। চাকরির নিয়ম অনুযায়ী আমাকে এক দিন এখান থেকে বদলি হতেই হবে কিন্তু যতদিন আছি নিজের সর্বোচ্চ প্রচেষ্টা এখানে করে যাব এই অঙ্গিকার রইল।
Students Speak:
“আমার শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময় রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস' কলেজ ‘এ কেটেছে । রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের প্রতি স্কুল জীবনের সেই ইচ্ছে আরও প্রবল করতে সাহায্য করে কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরিবেশ। সিক্ষিকা- শিক্ষার্থী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিরিখে অধ্যয়ন অন্তরঙ্গতা এই বিভাগের অন্যতম বৈশিষ্ট্য।“
“রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস' কলেজ এই কলেজটি আমার অত্যন্ত প্রিয়। এই কলেজের পরিবেশ, ক্যাম্পাস সাংস্কৃতিক অনুষ্ঠা্ ক্রীড়া অনুষ্ঠান সবকিছু মিলিয়ে আমার খুব পছন্দের জায়গা। এখানে যখন আমি প্রথম রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ভর্তি হই তখন সে বিষয়ে খুব বেশি জ্ঞান ছিল না আমার কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষিকার নির্দেশিকা অনুযায়ী চলার মধ্যে দিয়ে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করতে পেরেছি। বিভাগীয় শিক্ষিকার পঠন-পাঠন পদ্ধতির জন্য এ বিষয়টির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে পেয়েছি আমি অনেক বান্ধবী যাদের সাথে মিলে পড়াশুনো আরো মজাদার হয়ে উঠেছে। বর্তমানে অতিমারি পরিস্থিতির জন্য আমরা আর সরাসরি শিক্ষা লাভ করতে পারছিনা অনলাইনে ক্লাস চললেও ক্লাসে বসে পড়াশোনাটা খুবই মিস করি।“
কথায় আছে জোর করে ভালোবাসা তৈরি হয় না। ভালোবাসা ভালোবাসে তারে, ভালোবেসে ভালোবাসার বন্ধনে যে আগলে রাখে। ভালোবাসার খাতিরে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম স্কুলের পরে এবং এখন অব্দি কোন অংশেই সে ভালোবাসা কম হয়নি। বিভাগের এবং কলেজের সার্বিক পরিবেশ এবং শিক্ষিকাদের মমতাময়ী স্নেহে আজ আমরা আপ্লুত। অতিমারি পরিস্থিতি আসার আগে অব্দি জীবন বড়ই রঙিন ছিল। বলতে লজ্জা নেই যে ক্লাস পালিয়ে আড্ডা দিয়েছি, বকাও খেয়েছি। আজ সেই দিনগুলো খুব মিস করি ।তাও কোথাও একটা বিশ্বাস আছে যে শিক্ষিকারা আমাদের সাথেই আছেন এবং প্রয়োজনে সবসময়ই থাকবেন। নতুন আগত বোনেদের প্রতি আমার এই বার্তা যে এই প্রতিষ্ঠানকে ভালবাসলে সার্বিকভাবে তোমাদের উন্নতি সাধন হবে।
অনেক মিশ্র অনুভূতি নিয়ে প্রথম দিন কলেজ ক্যাম্পাসে ঢুকি। নতুন জীবন নিয়ে অনেক উৎসাহ ছিল আবার ভয়ও ছিল। পড়াশোনা কেমন হবে, নতুন বন্ধু কেমন হব্ ম্যাডাম কেমন হবেন সব নিয়েই চিন্তা ছিল। কয়েকদিন ক্লাস করার পরে সেই সব আশঙ্কা দূর হয়ে গেল। সিনিয়র দিদিরা অনেক সাহায্য করেছে। নতুন অনেক বন্ধু পেয়েছি। ম্যাডামকে প্রথমে ভয় লেগেছিল কিন্তু পড়ানোর সাথে সাথে উনি এমন ভাবে আমাদের সাথে মিশে গেলেন যে সেই ভয়ে আর থাকলেই না। সত্যি কথা বলতে প্রথমে রাষ্ট্রবিজ্ঞান খুব যে ভালো লাগত তা নয় কিন্তু যত বেশি বিভিন্ন বিষয়ে পড়তে থাকলাম ততই বিষয়ের প্রতি ভালোবাসা বাড়তে থাকল। মহামারীর কোপে পড়ে বিগত দেড় বছর কলেজে বসে ক্লাস করা হয়নি। যে কদিন যেতে পেরেছি এই কলেজ এবং তার শিক্ষক-শিক্ষিকারা যে এরকম হাসিখুশি পরিবেশ আমাদের উপহার দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ থাকব।
“রাষ্ট্র চলিআছে নড়িতে নড়িতে”
রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় রাষ্ট্রের এই স্লথ গতিময়তা আমাদের জীবনের ক্ষেত্রেও আজকে প্রযোজ্য। কলেজ এবং ক্লাস বন্ধ কিন্তু অনলাইন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পড়াশোনা স্লথ গতিতে হলেও এগিয়ে নিয়ে যেতে আমরা এবং শিক্ষিকারা অঙ্গীকারবদ্ধ। ক্লাসরুমটাকে আমরা প্রচন্ড ভাবে মিস করি কিন্তু এই মিস করার মধ্যে দিয়েই আরো যেন বেশি জড়িয়ে পড়েছি, ভালবাসতে শিখেছি কয়েকটি কামরার মধ্যে সীমাবদ্ধ রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস' কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কে। শিক্ষিকা রা খুবই সাহায্য করেন। প্রথম বর্ষের ফল আমাদের সবার ভালো হয়েছে। পড়াশোনা ছাড়াও বিভিন্ন সমাজ সাংস্কৃতিক কার্যকলাপেও আমরা অংশগ্রহণ করে থাকি আর এসবের জন্য আমাদের ভালোবাসা আরো বাড়তে থাকে।
Distinguished Faculty Of The Department
Notice
-
5th semester examination notice 2025
16-01-2025 Student -
Sem-V Admission notice 2024
12-12-2024 Student -
Verification Schedule for 2nd Standalone
03-12-2024 Student -
Notice Inviting Tender/Quotation
02-12-2024 Tender -
2nd semester old exam notice for backlog candidates only
29-11-2024 Student -
ADMISSION NOTIFICATION (2024-25)
26-11-2024 Admission -
Notice Inviting Tender/Quotation
25-11-2024 Tender -
2nd semester exam form submission notice 2024
26-11-2024 Student -
Fourth Counselling
26-09-2024 Admission -
Registration
26-09-2024 Admission